এবার লিফটে নারী চিকিৎসকের শ্লীলতাহানি!
ডাক্তারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, একের পর এক নিগ্রহের অভিযোগ
কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার নির্যাতিতার বিচারের দাবিতে যখন পশ্চিমবঙ্গ জেগে ছিল, ঠিক তখনই প্রায় ৪০০ কিলোমিটার দূরে, রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ আরেকটি শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। রোববার, ডিউটিতে যাওয়ার সময়, ওই হাসপাতালের অনকোলজি বিভাগের মহিলা জুনিয়র ডাক্তারকে হাসপাতালের লিফ্টে এক ব্যক্তি শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর রুজু করে অভিযুক্তকে গ্রেফতার করেছে।
এই ঘটনার প্রতিবাদে হাসপাতালের চিকিৎসকেরা কর্মবিরতি ঘোষণা করেন। পরে জুনিয়র ডাক্তারদের সংগঠন ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে বৈঠক হয়। চিকিৎসকরা হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি তোলেন। আশ্বাস পাওয়ার পর তারা কর্মবিরতি প্রত্যাহার করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিটি লিফ্টে অপারেটর নিয়োগ এবং প্রতিটি ওয়ার্ডে সশস্ত্র পুলিশ মোতায়েন করা হবে। অন্তত ১০০ জন পুলিশ সদস্যকে হাসপাতালের নিরাপত্তায় রাখা হবে।
আরজি করের ঘটনার পর থেকেই দেশজুড়ে চিকিৎসকেরা ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের জন্য নিরাপদ কর্মস্থলের দাবিতে সরব। সুপ্রিম কোর্টও আরজি করের ধর্ষণ ও হত্যার মামলায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নিয়েছে, কারণ এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়েছে, এটি ভারতের চিকিৎসকদের নিরাপত্তার একটি পদ্ধতিগত সমস্যা। চিকিৎসকদের জন্য একটি স্ট্যান্ডার্ড প্রোটোকল তৈরির প্রয়োজনীয়তার কথাও উঠে এসেছে সুপ্রিম কোর্টের শুনানিতে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা