ads

ওবায়দুল কাদের কে ঘুম পাড়ানো নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

 চলচ্চিত্র অভিনেত্রী জাহারা মিতু, যিনি ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭’ সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে তার কর্মজীবন শুরু করেছিলেন, সম্প্রতি একটি বিতর্কের কেন্দ্রবিন্দুতে আছেন। দেশের একটি পত্রিকার ডিজিটাল মাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে তিনি নাকি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে আসতেন। এই আপত্তিকর শিরোনামে খবর প্রকাশিত হওয়ায় জাহারা মিতু তার ভেরিফায়েড ফেসবুক পেজে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।


জাহারা মিতু মুখ খুললেন অভিনেত্রী ওবায়দুল কাদেরকে নিয়া


মঙ্গলবার রাতে দেওয়া দীর্ঘ স্ট্যাটাসে মিতু লেখেন, “ডিজিটাল যুগে সবকিছুর রেকর্ড থাকে। আমার বাসা থেকে বের হওয়ার সিসিটিভি ফুটেজ যেমন থাকে, তেমনি আমি কোথাও গেলে তারও রেকর্ড থাকে। এমনকি কললিস্টেরও রেকর্ড থাকে। তাই নিউজ করার আগে এসব বিষয় বিবেচনায় আনা উচিত।”


তিনি আরও ক্ষোভের সঙ্গে বলেন, “দেশের একজন শীর্ষ মন্ত্রীকে প্রতিদিন ঘুম পাড়ানোর খবর কেবল কোনো মেয়াদোত্তীর্ণ সবজি সেবনকারীই লিখতে পারে। এর চেয়ে হাস্যকর কিছু আমি কখনো দেখিনি। আমি নিজেও এত হেসেছি যে, আর মানুষ কতটুকু হাসবে ভাবছি। কোনো সোর্স নেই, আমার বক্তব্য নেই, কোনো প্রমাণ নেই। তারপরও আমার নাম সরাসরি জড়িয়ে দিলেন!”


তার ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় আরও উল্লেখ করেন, “কেবল ভিউবাণিজ্যের জন্য একজন রাজনৈতিক ব্যক্তির নাম নিয়ে এমন নিচু কাজ করতে পারেন? একবারও ভাবলেন না, ওই ভাইয়ের সঙ্গে আমি আদৌ একা দেখা করেছি কিনা? একটু খবর নিয়ে দেখেন, প্লিজ। নিজেকে সাংবাদিক দাবি করেন? সত্যিই দাবি করেন? আজ থেকে আর করবেন না। আমি নিজের মতো চুপচাপ থাকি, থাকতে দিন। এতদিন নীরবই ছিলাম, মুখ খুলালেন কেন?”


জাহারা মিতু মূলত সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে প্রবেশ করেন। এরপর তিনি উপস্থাপনা, টিভি নাটক এবং চলচ্চিত্রে কাজ করেছেন। শাকিব খানের সঙ্গে ‘আগুন’ ও কলকাতার নায়ক দেবের সঙ্গে ‘কমান্ডো’ সিনেমায় অভিনয় করে তিনি আলোচনান।



Actress Zahara Mitu Reacts to Controversial News Report


Bangladeshi actress Zahara Mitu, who gained fame through the 'Miss World Bangladesh-2017' beauty pageant, recently expressed strong reactions to a controversial news report. The report, published by a local digital news outlet, claimed that she was involved in putting Awami League General Secretary and former Minister of Road Transport, Obaidul Quader, to sleep—a headline that has sparked outrage. Zahara Mitu took to her verified Facebook page to address the issue, criticizing the baseless claims and questioning the integrity of the journalism involved. In her post, she emphasized the importance of verifying facts in the digital age, pointing out that there are CCTV and call records to prove her movements. The actress, who has appeared in films like ‘Agun’ with Shakib Khan and ‘Commando’ with Kolkata actor Dev, concluded her post by urging journalists to refrain from unfounded reporting.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

advertise